
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর অকাল প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা দেশ। কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না যে দেশের অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত ডঃ মনমোহন সিং এভাবে চলে যেতে পারেন। তাঁর মৃত্যুর পর গোটা দেশ জুড়ে ভাসছে একটাই কথা। দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন তিনি। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে বৃহস্পতিবার প্রয়াত হন তিনি। এইমস কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রয়াত হয়েছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাড়িতে তিনি হঠাৎ জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে ঘরেই চিকিৎসা শুরু করা হয়।
এরপর তাঁকে রাত ৮টা বেজে ৬ মিনিটে দিল্লি এইমসের মেডিক্যাল ইমার্জেন্সি বিভাগে আনা হয়। সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়’। এই খবর প্রকাশিত হওয়ার শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রীর শান্তি কামনায় দোশবাসী। তবে এই খবর ছড়াতেই পরপরই গুগলে একটাই প্রশ্ন ট্রেন্ডিং দেখা যায়। ‘আগামীকাল কি ছুটি?’ এই প্রশ্নটি ট্রেন্ড করতে শুরু করেছে গুগলে। ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রয়াণে সাধারণত রাষ্ট্রীয় শোক পালিত হয়ে থাকে। সূত্রের খবর, সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হতে পারে। শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে ১১টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
এই ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে কোনও সরকারি ছুটি ঘোষণা করা হবে কিনা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়ে থাকে। তবে ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুর পর এখনও কিছু জানানো হয়নি কেন্দ্রের তরফে। তবে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে মুছে গিয়েছে রাজনৈতিক ভেদাভেদ। গোটা দেশ একবাক্যে স্বীকারোক্তি দিয়েছে, দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন ডঃ মনমোহন সিং। তাঁর আত্মার শান্তি কামনায় গোটা দেশের রাজনৈতিক দলগুলি। প্রধানমন্ত্রী থেকে দেশের উপরাষ্ট্রপতি, বিভিন্ন রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সকলেই।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও